বাড্ডায় বালুর ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
স্টাফ করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২২ ১১:২৯ | আপডেট: ২০ মার্চ ২০২২ ১১:৩১
২০ মার্চ ২০২২ ১১:২৯ | আপডেট: ২০ মার্চ ২০২২ ১১:৩১
ঢাকা: রাজধানীর বাড্ডায় বালুর ট্রাকের ধাক্কায় তারা মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২০ মার্চ) ভোর সোয়া চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, বাড্ডা শাহাবুদ্দিন উদ্দিন মোড়ে নুর সালামের বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বালুর ট্রাক চাপা দেয় ওই ব্যক্তিকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে।
এস আই আরও জানান, তারা মিয়ার বাড়ি কুমিল্লায়। বর্তমানে শাহাবুদ্দিন মোড় এলাকায় থাকতেন। পেশায় তেমন কিছুই করতেন না। শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল তারা মিয়া।
সারাবাংলা/এসএসআর/এএম