দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ২ মোটরসাইকেল আরোহী নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২২ ০৯:৪৯ | আপডেট: ২০ মার্চ ২০২২ ১৩:৫০
২০ মার্চ ২০২২ ০৯:৪৯ | আপডেট: ২০ মার্চ ২০২২ ১৩:৫০
দিনাজপুর: দিনাজপুরের সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মেরে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (২০ মার্চ) ভোর পাঁচটার দিকে সরদর উপজেলার কাউগা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সদর উপজেলার রামসাগর তাজপাড়া এলাকার তৈয়ব উদ্দিনের ছেলে আনোয়ারুল ইসলাম (৪০) ও শহরের বড়বন্দর এলাকার কৃষণ মজুমদার (৩৫)।
দিনাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মেহফুজ তানজীর জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে আগে থেকেই নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মেরে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। ঘটনাস্থলে নিষিদ্ধঘোষিত নেশাজাতীয় ফেন্সিডিল পাওয়া যায়। লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এএম