Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের অভিযোগে সুন্দরগঞ্জ আ. লীগের প্রচার সম্পাদক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২২ ০৯:০৯ | আপডেট: ২০ মার্চ ২০২২ ১৩:১৬

গাইবান্ধা: সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নে এক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল গণি মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ মার্চ) বিকালে পুরাতন উপজেলা পরিষদ কার্যালয়ের গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ওই গৃহবধূ শুক্রবার ধানক্ষেতের পাশ দিয়ে স্থানীয় মুদি দোকানে পান কিনতে যাচ্ছিলেন। এ সময় ওই আইলের ধারের ধানক্ষেতে কাজ করছিলেন গণি। এ সময় গণি গৃহবধূকে জোরপূর্বক পার্শ্ববর্তী ভূট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে। গৃহবধূর বড় সতিন আপত্তিকর অবস্থায় তাদেরকে দেখে ফেলে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে শনিবার গৃহবধূর স্বামী থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

গণি উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামের আশরাফ আলীর ছেলে। সুন্দরগঞ্জ থানার এস আই রাফায়েত মিয়া জানান, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে আব্দুল গণিকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এএম

আওয়ামী লীগ নেতা গাইবান্ধা সুন্দরগঞ্জ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর