Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৩ বিশিষ্ট ব্যক্তিকে ‘গুণীজন সংবর্ধনা’ দেবে রাবি অ্যালামনাই

রাবি করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২২ ১৮:৩৩ | আপডেট: ১৯ মার্চ ২০২২ ১৮:৩৬

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ৪৩ বিশিষ্টজনকে গুণীজন সংবর্ধনা দেওয়া হবে। আগামী ২০-২১ মার্চ বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠে এই সংবর্ধনা দেওয়া হবে।

শনিবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ৪৩ জনকে এ সংবর্ধনা দেওয়া হবে।

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তরা হলেন- শহিদ অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জোহা, শহিদ এ এইচ এম কামরুজ্জামান, ড. মুহম্মদ শহীদুল্লাহ, প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী, হাসান আজিজুল হক, যতীন সরকার,
সেলিনা হোসেন, মহাদেব সাহা।

একুশে পদক প্রাপ্তরা হলেন- মমতাজ উদদীন আহমদ, জিয়া হায়দার, অধ্যাপক মুহম্মদ শামস-উল হক,
অধ্যাপক সনৎ কুমার সাহা, অধ্যাপক মজিবর রহমান দেবদাস, কবি ওমর আলী, গোলাম আরিফ টিপু, হালিমা খাতুন, ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার), ড. গোলাম মুরশিদ, এস এম আব্রাহাম লিংকন, ফরিদা পারভিন, অধ্যাপক মনিরুজ্জামান মিয়া।

বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তরা হলেন- ড. মযহারুল ইসলাম, কবি আতাউর রহমান, বদরউদ্দিন উমর, আবদুল হাফিজ, কবি আবুবকর সিদ্দিক, অধ্যাপক আলী আনোয়ার, সুশান্ত মজুমদার, অধ্যাপক খান সারওয়ার মুরশিদ, অধ্যাপক খোন্দকার সিরাজুল হক, অধ্যাপক শহিদুল ইসলাম, জাকির তালুকদার, মাসুম রেজা, মামুন হুসাইন, অধ্যাপক মলয় ভৌমিক, স্বরোচিষ সরকার, রতন সিদ্দিকী, ইমতিয়ার শামীম,
আনজীর লিটন, রফিকুর রশীদ, আমিনুর রহমান সুলতান, মো. জাহাঙ্গীর আলম শাহ, অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।

বিজ্ঞাপন

সংবর্ধনা অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকবেন সেলিনা হোসেন, অধ্যাপক সনৎ কুমার সাহা, এস এম আব্রাহাম লিংকন, অধ্যাপক শহিদুল ইসলাম, জাকির তালুকদার, মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিক, স্বরোচিষ সরকার, রতন সিদ্দিকী, ইমতিয়ার শামীম, আনজীর লিটন, রফিকুর রশীদ, আমিনুর রহমান সুলতান, মো. জাহাঙ্গীর আলম শাহ, অধ্যাপিকা হোসনে-আরা বেগম। বাকিদের স্বজন, পরিবার এবং প্রতিনিধিরা সংবর্ধনায় অংশ নেবেন।

এদিকে, সংবর্ধনা অনুষ্ঠানের অংশ হিসেবে থাকছে যাত্রাপালা, নাটক ও গান। এছাড়া আয়োজনের আকর্ষণ হিসেবে থাকছে ব্যান্ড শিরোনামহীনের গান।

সারাবাংলা/পিটিএম

গুণীজন সংবর্ধনা রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর