Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রলীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২২ ১৮:১৩ | আপডেট: ১৯ মার্চ ২০২২ ১৯:২৭

জয়পুরহাট: জয়পুরহাটে অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতিকুর রহমান নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। শনিবার (১৯ মার্চ) বিকালে পৌর শহরের হারাইল এলাকায় জয়পুরহাট-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আতিকুর রহমান জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে এবং বম্বু ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। আহত আমিনুল ইসলাম একই গ্রামের মামুন হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

ওসি আলমগীর জাহান জানান, আতিকুর ও আমিনুল বাড়ি থেকে মোটরসাইকেলযোগে জয়পুরহাট শহরে যাচ্ছিলেন। পথে হারাইল এলাকায় বটতলীগামী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আতিকুর এবং আমিনুল গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতিকুরকে মৃত ঘোষণা করেন। আমিনুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এমও

অটোরিকশা ছাত্রলীগ নেতা ছাত্রলীগ নেতার মৃত্যু মোটরসাইকেল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর