করোনায় ফের মৃত্যুহীন দিন, শনাক্ত কমে একশ’র নিচে
১৯ মার্চ ২০২২ ১৭:০৯ | আপডেট: ১৯ মার্চ ২০২২ ১৭:২৪
ঢাকা: গত সপ্তাহে টানা তিন দিন করোনায় দেশে কেউ মারা না গেলেও গতকাল মারা যায় দু’জন। তবে এক দিন বিরতি দিয়ে ফের মৃত্যুহীন দিন দেখল দেশ। আর এ দিন করোনায় শনাক্তের সংখ্যাও নেমেছে একশ’র নিচে।
গত ২৪ ঘণ্টায় করোনার নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৬২ জনের শরীরে। আগের দিন এই সংখ্যা ছিল ১০৮। এই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ১৬ শতাংশ।
শনিবার (১৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনাভাইরাস সংক্রমণের তথ্য জানানো হয়েছে।
নমুনা সংগ্রহ ও পরীক্ষা
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৭৮টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫৯টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৬২টি।
এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ৭ হাজার ৩৭২টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। আগের দিনেরসহ এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৪৫১টি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১ কোটি ৩৭ লাখ ৯ হাজার ১৫৩টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯১ লাখ ৮ হাজার ৬৫৬টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৪৬ লাখ ৪৯৭টি।
শনাক্ত ও সংক্রমণ তথ্য
আগের দিন দেশে ১০৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ৬২ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৯ লাখ ৫০ হাজার ৫২৭ জনের শরীরে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ, যা আগের দিন ছিল ১ দশমিক ১৬ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ২৩ শতাংশ।
সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা কমেছে
আগের দিন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ১ হাজার ৪৫৯ জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে হয়েছে ১ হাজার ১৪ জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৬৯ হাজার ৬৩৪ জন। মোট সংক্রমণের বিপরীতে সুস্থতার হার ৯৫ দশমিক ৮৫ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত্যু নেই
গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত কেউ মারা যাননি। আগের দিনের হিসেবে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১১৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা বিভাগে যা সংখ্যায় ১২ হাজার ৭৯২ জন। আর সবচেয়ে কম ৮৭৯ জন মারা গেছেন ময়মনসিংহ বিভাগে।
এদিকে, করোনা সংক্রমণ নিয়ে সবচেয়ে বেশি ৯ হাজার ১ জন মারা গেছেন ৬১ থেকে ৭০ বছর বয়সী। এছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী ৬ হাজার ৭৮২ জন এবং ৭১ থেকে ৮০ বছর বয়সী ৫ হাজার ১০২ জন মারা গেছেন। আর সবচেয়ে কম ৮৮ জন মারা গেছে ১০ বছরের নিচের বয়সীরা।
সারাবাংলা/পিটিএম