Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুশ হামলায় ১১২ শিশু নিহত: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২২ ১৫:৫২ | আপডেট: ১৯ মার্চ ২০২২ ১৮:৪৬

ছবি: রয়টার্স

ইউক্রেনে ২৩ দিন ধরে চলা রুশ হামলায় ১১২ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয়। খবর আলজাজিরা ও রয়টার্স।

শনিবার (১৯ মার্চ ) এক বার্তায় দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানায়, ইউক্রেনের যুদ্ধে এ পর্যন্ত দেশটিতে ১১২ শিশু নিহত হয়েছে। এছাড়া আরও ১৪০ জন শিশু আহত হয়েছে।

এদিকে জাতিসংঘের তথ্যমতে, চলমান রুশ হামলায় দেশটিতে এখন পর্যন্ত ৮১৬ জন নিহত হয়েছে। তবে ইউক্রেনের সরকারি তথ্য অনুযায়ী এই সংখ্যা ২২২। এর মধ্যে ৬০ জন বেসামরিক নাগরিক ও চারজন শিশু রয়েছে।

কিন্তু প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের এই তথ্য ইউক্রেনের সরকারের দেওয়া তথ্যের চেয়ে অনেক বেশি।

জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, রাশিয়ার চলমান হামলায় ৩২ লাখ ৭০ হাজার নাগরিক প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছে। এ ঘটনায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সারাবাংলা/এনএস

১১২ শিশু নিহত ইউক্রেন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর