ইউক্রেনে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
১৯ মার্চ ২০২২ ১৫:২৩
ইউক্রেনে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার কথা জানিয়েছে রাশিয়া। নতুন এই রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম ‘কিনজল’। শুক্রবার (১৮ মার্চ) ইউক্রেনের পশ্চিমে অবস্থিত একটি অস্ত্রাগার ধ্বংসে এই ক্ষেপণাস্ত্রের হামলা চালান হয় বলে জানায় দেশটি। খবর আলজাজিরা।
যুদ্ধে এই অস্ত্র ব্যবহার করার কথা আগে কখনো স্বীকার করেনি মস্কো। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে চলমান হামলায় এটিই প্রথম কিনজল হাইপারসনিক অস্ত্রের ব্যবহার করল রাশিয়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আমাদের হাইপারসনিক অ্যারোব্যালিস্টিক মিসাইলসহ কিনজল এভিয়েশন মিসাইল সিস্টেম দেশটির ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের ডেলিয়াটিন গ্রামে ক্ষেপণাস্ত্র এবং বিমানের গোলাবারুদ ধারণকারী একটি বিশাল ভূগর্ভস্থ গুদাম ধ্বংস করেছে।
এর আগে ইউক্রেন আজভ সাগরে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ বাহিনীর কারণে ওই সাগরে ‘সাময়িকভাবে’ প্রবেশ করতে পাচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
রাশিয়ার সেনাবাহিনী দেশটির বন্দর নগরী মারিউপোলের চারপাশে তাদের দখল শক্ত করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে এক বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সারাবাংলা/এনএস