Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালুখালীতে বাসচাপায় প্রাণ গেল কৃষকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২২ ১৫:২১

রাজবাড়ী: কালুখালীতে জামান পরিবহনের একটি যাত্রাবাহী বাসের চাপায় নগেন্দ্রনাথ প্রামাণিক (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার (১৯ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নগেন্দ্রনাথ মদাপুর ইউনিয়নের গড়িয়ানা এলাকার উপেন্দ্রনাথ প্রামাণিকের ছেলে।

নিহতের চাচাতো ভাই যুগল চন্দ্র প্রামাণিক সারাবাংলাকে জানান, নগেন্দ্রনাথ মাঠ থেকে মটরশুঁটি মাথায় নিয়ে বাড়িতে ফিরছিলেন। গড়িয়ানা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী জামান পরিবহনের একটি যাত্রাবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাংশা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান, জামান পরিবহনের ঘাতক বাসটিকে (রাজবাড়ী-ব-১১-০০৭৫) জব্দ করা হলেও এর চালক-হেলপার পালিয়ে গেছে। নিহত কৃষকের লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এএম

জামান পরিবহন টপ নিউজ বাসচাপা রাজবাড়ী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর