লালমনিরহাটে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী পালিত
১৭ মার্চ ২০২২ ১৪:৪০ | আপডেট: ১৯ মার্চ ২০২২ ১৪:৪৪
লালমনিরহাট: জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে সাপ্টিবাড়ী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানের উদ্ভোধন করেন।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে কেক কাটার আগে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সাপ্টিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম মানিক, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, মহিষখোচা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিছার রহমান, ভাদাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াছ বসুনিয়া।
অন্যান্যদের মধ্যে ছিলেন- দুর্গাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু, পলাশি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত আলী, সারপুকুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম বাবুল, সাপ্টিবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রাফজান জানি রাদ, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন স্বাদ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম বাবু প্রমুখ।
সারাবাংলা/এনএস