Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, যানচলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২২ ১৩:০১ | আপডেট: ১৯ মার্চ ২০২২ ১৩:০২

মুন্সীগঞ্জ: লৌহজং উপজেলার ঘৌলতলী এলাকায় মালবোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়েছে একটি বেইলি ব্রিজ। শুক্রবার (১৮ মার্চ) দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত ট্রাকের চালকসহ দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে ব্রিজ ভেঙে পড়ায় টঙ্গীবাড়ী-মাওয়া আন্তঃজেলা সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারীরা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে লৌহজং থেকে টঙ্গীবাড়ী অভিমুখে কাঠের মালামাল বোঝাই একটি ট্রাক ঘৌলতলী বেইলি ব্রিজ অতিক্রম করছিল। ট্রাকটি ব্রিজের মাঝামাঝি স্থানে পৌঁছালে বিকট শব্দে ভেঙে পড়ে ব্রিজটি। এ সময় চালকসহ দুইজন সামান্য ট্রাক থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে দুর্ঘটনার সময় অন্যকোনো যানবাহন বা পথচারী ব্রিজে ছিলেন না।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল তায়াবির জানান, গাড়ি চালকসহ দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে চলে গেছেন। দুর্ঘটনায় কবলিত ট্রাকটি ওই স্থানেই রয়েছে। ফায়ারসার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সারাবাংলা/এএম

টপ নিউজ বেইলি সেতু মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর