Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ২২০ নৌকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২২ ১২:০৩ | আপডেট: ১৯ মার্চ ২০২২ ১৫:৫৪

পটুয়াখালী: কলাপাড়ায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত করা হয়েছে রঙ-বেরঙের ২২০টি নৌকা। উপজেলার মহিপুর ইউনিয়নের নজীবপুর গ্রামের আন্ধারমানিক নদীর তীরে একটি চারুকলা ইনস্টিটিউটের ১০ শিক্ষার্থী নৌকাগুলোকে প্রস্তুত করেছেন।

জানা গেছে, ২১ মার্চ দেশের সর্ববৃহৎ পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নৌকাগুলো ওই বিদ্যুৎকেন্দ্রের জেটি সংলগ্ন রাবনাবাদ নদী মোহনায় সারিবদ্ধ করে রাখা হবে। প্রতিটি নৌকায় ৫ জন করে ১১শ‘ জেলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

বিজ্ঞাপন

পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সর্বোচ্চ গুরুত্ব সহকারে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এই নিরাপত্তার মধ্যে কোভিড প্রটোকলও রয়েছে। সব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। এরই মধ্যে সাদা পোশাকের নিরাপত্তাবাহিনীসহ চার স্তরবিশিষ্ট নিরাপত্তা বাহিনী মাঠে কাজ করছে।

সারাবাংলা/এএম

প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর