Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবুল খায়ের গ্রুপের জাহাজ ডুবে নিখোঁজ ৮

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২২ ১০:০৫ | আপডেট: ১৯ মার্চ ২০২২ ১৩:১৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন সিমেন্ট ক্লিঙ্কারবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। এতে ওই জাহাজের নাবিকসহ অন্তত আটজন নিখোঁজ আছেন বলে কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার (১৯ মার্চ) ভোররাত সাড়ে তিনটার দিকে বহির্নোঙ্গরের আলফা অ্যাংকারেজে পারকি সমুদ্র সৈকতের কাছাকাছি সাঙ্গু দোভাষিবাজারের অদূরে বঙ্গোপসাগরে জাহাজটি ডুবে যায়। এমভি টিটু-১৪ নামে জাহাজটি সিমেন্ট ক্লিঙ্কারবোঝাই বলে জানালেও সেটির এবং দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবে জানাতে পারেনি কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক সারাবাংলাকে বলেন, জাহাজটি সম্ভবত কোনো ধরনের যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ডুবে গেছে। এতে ক্রু এবং শ্রমিক মিলিয়ে ১৪ জন ছিলেন। কোস্টগার্ড ৫ জন এবং বন্দরের টিম একজনকে জীবিত উদ্ধার করেছে। আটজন এখনও নিখোঁজ। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। বন্দরে জাহাজ আসা-যাওয়ায় কোনো সমস্যা নেই।

উদ্ধারকৃতদের বরাত দিয়ে কোস্টগার্ডের পূর্ব জোনের একজন কর্মকর্তা সারাবাংলাকে বলেন, ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে গেছে। কিন্তু আমরা ঘটনাস্থলে এসে কোনো ড্রেজার বা বালুবোঝাই নৌযান পাইনি। জাহাজটি পুরোপুরি ডুবে গেছে।

সারাবাংলা/আরডি/এএম

আবুল খায়ের গ্রুপ জাহাজডুবি টপ নিউজ সিমেন্ট ক্লিঙ্কারবোঝাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর