ইউক্রেন যুদ্ধ অর্থহীন— বাইডেনকে শি
আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২২ ২৩:০৭ | আপডেট: ১৮ মার্চ ২০২২ ২৩:০৯
১৮ মার্চ ২০২২ ২৩:০৭ | আপডেট: ১৮ মার্চ ২০২২ ২৩:০৯
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেছেন, ইউক্রেন যুদ্ধ অর্থহীন; যা কোনো পক্ষেরই উপকারে আসেনি।
শুক্রবার (১৮ মার্চ) ইউক্রেন নিয়ে দুই বিশ্বনেতার মধ্যে ভার্চুয়াল কথোপকথনে শি এ কথা বলেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
শি বলেন, দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক কখনোই সংঘাতের পর্যায়ে যাওয়া কাম্য নয়। আর সংঘাত-সংঘর্ষ কারোর কাজে লাগে না। ইউক্রেনের মতো সংকট চীন আর দেখতে চায় না।
তিনি আরও বলেন, চীন-যুক্তরাষ্ট্রের উচিত দ্বি-পক্ষীয় সম্পর্কের সঠিক পথে থাকা। বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব কাঁধে তুলে নিয়ে দুই দেশেরই চেষ্টা চালানো উচিত।
সারাবাংলা/একেএম