দোল পূর্ণিমায় কামাক্ষা বাড়ির মেলায় মানুষের ঢল
১৮ মার্চ ২০২২ ২২:০২
নেত্রকোনা: দোলপূর্ণিমা উপলক্ষে নেত্রকোনায় সনাতন ধর্মাবলম্বীদের দোলযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। করোনা অতিমারীর কারণে দুই বছর পর শুক্রবার (১৮ মার্চ) জেলার সদর উপজেলার হাতকুন্ডলী গ্রামে কামাক্ষা মন্দির প্রাঙ্গণে মেলায় নেমেছে মানুষের ঢল।
দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধা ও অন্য গোপীদের সঙ্গে রঙ খেলেছিলেন। এই দিনে রাধা ও কৃষ্ণের বিগ্রহে আবির দিয়ে উৎসবের শুরু হয়। ভক্তরাও দিনটিতে পরস্পর আবির দিয়ে রঙ খেলেন।
শুক্রবার সকাল ১০টার দিকে হাতকুন্ডলী কামাক্ষা মন্দিরে ধর্মীয় বিধিমতে পূজা-অর্চনার মধ্য দিয়ে দোল উৎসব শুরু হয়। মন্দিরের পুরোহিত বিমল দেবর্ষী বলেন, ‘পূজা শেষে শত শত ভক্ত মন্দিরে কামাক্ষা বিগ্রহে আবির দিয়ে এবং মোম, ধূপ, আগরবাতি প্রজ্বালন করে তাদের ভক্তি নিবেদন করেন।’
বারহাাট্টা উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা অরুন সরকার বলেন, ‘আমরা দুইবছর পরে মেলায় আইছি। করোনার লাইগ্যা দুই বছর মেলা অয় নাই। মেলায় এবছর মানুষ বেশি আইলেও জায়গা দিন দিন কমতাছে। মেলায় জিনিসপত্র দাম বেশি। বিন্নী ধানের খই ছয়শ টেহা কেজি।’
নেত্রকোনা থেকে মিষ্টান্ন নিয়ে মেলায় বসেছেন আব্দুর রহিম। সঙ্গে পণ্য বেচায় সহযোগিতা করছেন তার স্ত্রী মিতা বেগম। মিতা বেগম বলেন, ‘এইহানে মেলায় সাত বছর ধইরা আই, দোকান লইয়া বই। ভালা বেঁচা অয়। এইবারও বেচতাছি। তবে মানুষ অনেক। রাইত ১০টা নাগাদ মেলা চলে। ভালাই লাগে। লাভও অয়। মেলাও দেহি। হাতকুন্ডলি থাইক্যা শহরের রাস্তা ভাঙা, অটো ভাড়া বেশি। ঠিক করা দরহার।’
হাতকুন্ডলী কামাক্ষা মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি নির্মল চন্দ্র সাহা জানান, ‘এবার ১৩১তম দোলযাত্রা উৎসব হচ্ছে মন্দিরে। অন্য বছরের মতো এবারও মন্দির প্রাঙ্গণে মেলা বসেছে। মেলায় দুই শতাধিক ব্যবসায়ী তাদের পসরা সাজিয়ে বসেছেন। মেলায় বাঁশ, কাঠের তৈরি পণ্যের পাশাপাশি মাটির তৈজসপত্র, মিষ্টান্ন, খেলনাপাতিসহ হরেক রকমের পণ্য কেনাবেচা হচ্ছে।’
কেগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ হোসেন জানান, হাতকুন্ডলি থেকে বড় ওয়ারি রাস্তা সংস্কারের জন্য চেষ্টা করছি। আগামী বছর মেলার আগেই এটি ঠিক হবে।
সারাবাংলা/এমও