ইভিএম বুঝে উঠতে পারিনি, পরে কথা বলব: সিইসি
১৮ মার্চ ২০২২ ১৮:৪৩ | আপডেট: ১৮ মার্চ ২০২২ ২২:০৯
চট্টগ্রাম ব্যুরো: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিষয়টি এখনও বুঝে উঠতে পারেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ইভিএম নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এটা এখনও বুঝে উঠতে পারিনি। এটা নিয়ে পরে কথা বলব।’
শুক্রবার (১৮ মার্চ) বিকেলে নগরীর লাভ লেইনে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করতে আসা সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন।
নবগঠিত নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমাদের নতুন কোনো বক্তব্য নেই। আগেই যা বলার বলেছি। আমাদের কাজ হচ্ছে নির্বাচনের আয়োজন করা। শুধু জাতীয় নির্বাচন নয়, সব নির্বাচন। স্থানীয় সরকারের যে নির্বাচন আছে সেগুলোও।’
‘আইন এবং সংবিধান অনুযায়ী আমাদের ওপর যে দায়িত্ব, আমরা সংবিধানের আলোকে সুন্দরমতো সাধ্যমতো, সকল স্বাধীনতা নিয়ে নির্বাচনগুলো আমরা করব। সেটা জাতীয় সংসদ নির্বাচন হোক আর স্থানীয় সরকারের নির্বাচন হোক, সেগুলো আমরা করব।’
বিএনপির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আশাবাদী। আমরা চাই, সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। সব দল না এলে তো নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। সুতরাং আমরা চাই, নির্বাচনটা ইনক্লুসিভ হোক। ইনক্লুসিভ হলে সবাই আনন্দিত হবে।’
এসময় চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম সিইসির সঙ্গে ছিলেন।
চারদিনের সফরে চট্টগ্রামে আসা সিইসি শনিবার সকালে নিজ গ্রাম সন্দ্বীপে যাবেন। রোববার সকাল ১১টায় সন্দ্বীপ উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। সোমবার সকালে তিনি ঢাকায় ফিরবেন।
গত ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান। তিনি প্রতিরক্ষা, আইন ও ধর্ম মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পাবার পর প্রথমবারের মতো চট্টগ্রামে এসেছেন কাজী হাবিবুল আউয়াল।
সারাবাংলা/আরডি/এমও
ইভিএম কাজী হাবিবুল আউয়াল নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার সিইসি