Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চা দোকানিকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২২ ১৭:১৯

গাজীপুর: টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে এক চা দোকানিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- সজল ও সুজন। টঙ্গীর নোয়াগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেই চা দোকানি। নিহতের নাম সোলেমান। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পলাশীর আনোয়ার হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

জানা যায়, গত মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় সোলেমান তার নিজের চায়ের দোকানে বসা ছিল। এ সময় মাদকসংক্রান্ত বিরোধে সজল মিয়াসহ কয়েকজন ওই চা দোকানে এসে দোকানিকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সোলাইমানের মৃত্যু হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত ও তথ্যপ্রযুক্তি সহযোগিতায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও তদন্ত চলমান রয়েছে।

সারাবাংলা/এমও

কুপিয়ে হত্যা গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর