Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২২ ১৪:৫২ | আপডেট: ১৮ মার্চ ২০২২ ১৭:৩৮

রংপুর: মিঠাপুকুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার শঠিবাড়ির ভাবনা পেট্রল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। রংপুরের বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহাজাহান আলী এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে মায়ের দোয়া পরিবহনের একটি বাস রংপুরের আসার পথে শঠিবাড়ি এলাকার ভাবনা পেট্রল পাম্প এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী প্রাণ হারান। এ দুর্ঘটনায় আহত ছয়জনকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, নিহতদের লাশ উদ্ধার করে বড়দড়গা পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের একজনের লাশ ট্রাক থেকে (৩৮) এবং অন্যজনকে বাস থেকে (৫২) উদ্ধার করা হয়েছে। যাত্রীবাহী বাস ও ট্রাক আটক করা হয়েছে।

সারাবাংলা/এএম

টপ নিউজ বাস-ট্রাক বাস-ট্রাক সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর