Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২২ ১৪:৪৭ | আপডেট: ১৮ মার্চ ২০২২ ১৭:৩৩

রাজশাহী: পদ্মা নদীতে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে মহানগরীর বড়কুঠি পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। সেখানে মোট ছয়জন কিশোর নদীতে গোসল করতে নেমেছিল। চারজন উঠে এলেও দুজন পানিতে তলিয়ে গিয়ে প্রাণ হারায়।

মৃত দুই শিক্ষার্থী হলো- বড়কুঠি এলাকার সারিকের ছেলে মো. নীরব (১৫) ও একই এলাকার মো. সায়েদের ছেলে শাহীন (১৫)। শাহীন রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুলের এবং নীরব লোকনাথ উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বড়কুঠি এলাকার ছয়জন কিশোর পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় দুজন তলিয়ে যায়। পরে অন্য চারজন উঠে এসে স্থানীয় লোকজন ডাকে। কিছুক্ষণ পর স্থানীয়রা পদ্মা নদী থেকে নীরব ও শাহীনকে উদ্ধার করে।

এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, দুই শিক্ষার্থীর লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে রাখা আছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এএম

টপ নিউজ পদ্মায় গোসল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর