রাশিয়ার সঙ্গে চুক্তিতে তুরস্ককে জামিনদার হওয়ার আহ্বান ইউক্রেনের
১৮ মার্চ ২০২২ ১২:৪৩ | আপডেট: ১৮ মার্চ ২০২২ ১৬:০৭
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলাবা রাশিয়ার সঙ্গে ভবিষ্যতে যেকোনো চুক্তির ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ ও জার্মানির পাশাপাশি তুরস্ককে আরেকটি জামিনদার দেশ হওয়ার অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার আঙ্কারার শীর্ষ কূটনীতিক এ কথা জানান।
ইউক্রেনের লভিভ নগরী পরিদর্শনকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, ইউক্রেন পি-৫ (জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ), তুরস্ক ও জার্মানিকে জামিনদার করে সামগ্রিক নিরাপত্তা চুক্তির প্রস্তাব দিয়েছে।
বুধবার মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করে দিমিত্র কুলাবা বলেন, আমি লক্ষ্য করেছি, রাশিয়ান ফেডারেশন এমন প্রস্তাবের ব্যাপারে কোনো আপত্তি করেনি এবং তারা তা মেনে নিতে পারে।
তুরস্ক তিন সপ্তাহের এ যুদ্ধে একটি মধ্যস্থতাকারী দেশ হিসেবে নিজেদের অবস্থান দাঁড় করানোর চেষ্টা করে। ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে আঙ্কারার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গত সপ্তাহে তারা রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে প্রথম উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করে। খবর এএফপির।
সারাবাংলা/এএম