Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির রুদ্ধদ্বার বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২২ ২৩:৩২

ঢাকা: গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনসহ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টারের সঙ্গে প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল তিনটা থেকে শুরু হয়ে বৈঠকটি চলে ৪টা ৫৫ মিনিট পর্যন্ত। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ছিলেন। আর জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন, উপপ্রধান এমএস জাহরিনজার (MS ZAHRINGER)

বিজ্ঞাপন

বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমাদের মধ্যে তো অনেক মিউচুয়াল ইন্টারেস্ট আছে। দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ককে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের যেসব প্রত্যাশা- উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন- এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে রাষ্ট্রদূত কী বলেছেন? এর জবাবে স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র সম্বন্ধে বিশ্বব্যাপী অবগত আছে। এখানে নতুন করে বলার কিছু নেই। এগুলো নিয়ে বিশ্বব্যাপী আলোচনাও হচ্ছে। এসব ব্যাপারে উনারা কনসার্ন। বাংলাদেশের বিষয় নিয়ে বিশ্বব্যাপী যে আলোচনা হচ্ছে উনারা (জামার্নি) তো তার একটা অংশ।’

আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘নির্বাচন বাদে তো কোনো আলোচনা হতে পারে না। কারণ, বাংলাদেশের আগামী নির্বাচনের বিষয়ে সারাবিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। স্বাভাবিকভাবে উনারা জানতে চেয়েছেন, আগামী নির্বাচনে বাংলাদেশ কোথায় যাচ্ছে? সকলের চোখ তো বাংলাদেশের দিকে। আগামী নির্বাচনে কী হতে যাচ্ছে? তারা চোখ রাখছে। উনাদের অবজারভেশনও আছে।’

বিজ্ঞাপন

আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে কিছু বলেছেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, না- এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। নির্বাচনে অংশগ্রহণ তো আমাদের দলের নিজস্ব ব্যাপার।’

রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন বলেও জানান আমীর খসরু।

সারাবাংলা/এজেড/পিটিএম

জার্মান রাষ্ট্রদূত বিএনপি বৈঠক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর