Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২২ ২১:২৯

চাঁপাইনবাবগঞ্জ: সোনামসজিদ স্থলবন্দর দিয়ে টানা তিনদিন ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশে আসতে পারবেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম। তিনি বলেন, ‘আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় সোনামসজিদ কাস্টমসসহ দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি। এ কারণে ওই দুই দিনও বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে।’ তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশে আসতে পারবেন বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

আমদানি-রফতানি সোনা মসজিদ স্থলবন্দর

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর