Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিজের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় হাত-পা বাঁধা যুবক উদ্ধার

ডি‌স্ট্রিক করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২২ ২০:৪৪

লালম‌নিরহাট: হাত-পায়ে শিকল বাঁধা বস্তাবন্দি অবস্থায় জাহিদ হোসেন নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার ত্রিমোহনী নদীর ব্রিজের নিচ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

জাহিদ সদর উপজেলার রাজপুর ইউনিয়নের হুদুরবাজার এলাকার মৃত আবু বক্করের ছেলে।

প্রত্যক্ষদর্শী প্রধান শিক্ষক কার্তিক কুমার আচার্য জানান, সকালে ব্রিজের উপর হাঁটতে গিয়ে নিচে একটি বস্তা পড়ে দেখেন তিনি। পরে এলাকার লোকজনকে ডেকে পুলিশের সহায়তায় বস্তা খোলা হয়। তখন বস্তার ভেতর জাহিদ জীবিত আছে বুঝতে পেরে পুলিশ দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে জাহিদ হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক কামরুল হাসান প্রিন্স বলেন, ‘ছেলেটির শরীরে সম্ভবত চেতনানাশক ওষুধ প্রয়োগ করে অজ্ঞান করা হয়েছিল। বর্তমানে সে সুস্থ আছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যুবকটিকে উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। তাকে হত্যা করার উদ্দেশে অজ্ঞান করে বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছে, নাকি অন্য কোনো ঘটনা আছে সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।’

সারাবাংলা/এমও

ত্রিমোহনী নদীর ব্রিজ বস্তাবন্দি যুবক উদ্ধার লালমনিরহাট

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর