Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২২ ২০:২৩

গাজীপুর: টঙ্গীতে এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ মার্চ) গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকার আলী আকবর মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকেই নিহতের স্বামী ফরহাদ পলাতক রয়েছে। নিহতের নাম ছমিরুন নেছা (২৫)। নিহত ছমিরুন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা সন্ন্যাসীভিটা গ্রামের ছামিদুল হকের মেয়ে।

স্থানীয়রা জানান, নানা বিষয় নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকতো। বৃহস্পতিবার ছুটির দিন হিসেবে সারাদিন কেউ তেমন খোঁজ না নিলেও দুপুরে বাইরে থেকে ছিটকিনি দেখে প্রতিবেশীরা ছিটকিনি খুলে দেখেন নিহত ছমিরুন সন্দেহজনক ভাবে শুয়ে আছে। পরে তারা থানা পুলিশকে অবগত করলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমও

গৃহবধূ নিহত টঙ্গী স্বামী পলাতক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর