Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে ভ্রমণকালে ব্রিজে ধাক্কা লেগে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাবি করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২২ ১৭:৫০ | আপডেট: ১৭ মার্চ ২০২২ ২৩:১৫

ঢাকা: ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন মাহবুব ইসলাম আদর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। কুষ্টিয়া থেকে ঢাকায় ফেরার পথে হার্ডিঞ্জ ব্রিজের লোহার পাতের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।

নিহত মাহবুব বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

মৃত্যুর আগে মাহবুব তার ফেসবুক অ্যাকাউন্টে ট্রেনের ছাদ থেকে তোলা দুটি ছবি কোলাজ করে স্টোরিতে শেয়ার করেন। এতে তিনি লেখেন— ‘কঠিন তবুও আনন্দঘন মাঝপথে জুটেছিল অপরিচিত সঙ্গী’।

নিহত মাহবুবের সহপাঠী মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তানজিম আহমেদ অনয় জানান, বুধবার (১৬ মার্চ) কুষ্টিয়া থেকে সে ট্রেনের ছাদে ঢাকায় আসছিল। কুষ্টিয়ার পাকশির হার্ডিঞ্জ ব্রিজের আগে ট্রেন সাইরেন বাজায়, যাতে ওপরের সবাই মাথা নিচু করে ফেলে। কিন্তু সে মাথা নিচু না করায় ব্রিজের লোহার সঙ্গে ধাক্কা লাগে এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।

অনয় বলেন, ‘আজ সকালে মাহবুবের বাবা আমায় ফোন দিয়ে জিজ্ঞেস করেন, মাহবুব কোথায়? আমি বললাম, আঙ্কেল আমি তো জানি না। তখন তিনি বললেন, মাহবুব নাকি মারা গেছে, পুলিশ ফোন দিয়ে বলল। এটা বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।’

মাহবুবের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে অধ্যাপক গোলাম রব্বানী বলেন, ‘মুহসিন হলের প্রভোস্টের মাধ্যমে আমরা তার মৃত্যুর খবরটি শুনেছি। আমরা কুষ্টিয়া থানা পুলিশ এবং মাহবুবের বাবা মায়ের সঙ্গে কথা বলেছি। তাদের দেশের বাড়ি জয়পুরহাটে। এখন তারা কুষ্টিয়া যাচ্ছেন মরদেহটি নিয়ে আসার জন্য। তবে ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটেছে আমরা সঠিকভাবে জানতে পারিনি। যতটুকু শুনেছি, ট্রেনে ভ্রমণকালে কোনো এক পর্যায়ে মাথা বের করলে লোহার রেলিঙের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।’

বিজ্ঞাপন

এই প্রসঙ্গে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান বলেন, ‘আমি মাহবুবের মৃত্যুর বিষয়টি জেনেছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে। আমি ওর বন্ধুদের সঙ্গেও যোগাযোগ করছি।’

সারাবাংলা/আরআইআর/পিটিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্যু শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর