Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২২ ১৪:৪৩ | আপডেট: ১৭ মার্চ ২০২২ ২২:০৮

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রেজাউল ইসলাম (৩৪) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। নিহত রেজাউলের মরদেহ ভারতীয় সীমানায় রয়েছে।

বুধবার (১৬ মার্চ) দিবাগত মধ্যরাতের পর পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল ইসলাম পাটগ্রাম উপজেলার পূর্ব জগতবের গ্রামের মুনসুর আলী ছেলে। আহত মো. বাবুল মিয়া (৩৫) একই উপজেলার পূর্ব জগতবের গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার দিবাগত গভীর রাতে সীমান্তের মেইন পিলার ৮৬১-এর ৪ নম্বর সাব-পিলারের কাছ দিয়ে কয়েকজন গরু ব্যবসায়ী ভারতীয় সীমানায় প্রবেশ করেন। এ সময় ভারতের ১৬৯ বিএসএফ ব্যাটেলিয়ান পারাশা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেন।

বিএসএফের গুলিতে রেজাউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। আরেক রাখাল বাবুল মিয়া রাবার বুলেটের আঘাতে আহত হন। তিনিও ভারতীয় সীমানাতেই রয়েছেন।

রংপুর ৬১ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি ভারতের অভ্যন্তরে। আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে চিঠি দিয়েছি। তবে বিএসএফ এখনো চিঠির জবাব দেয়নি।

বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, সীমান্তে হত্যা কোনোভাবেই কাম্য নয়। সীমান্তে টহল বাড়ানো হয়েছে।

সারাবাংলা/টিআর

পাটগ্রাম সীমান্ত বাংলাদেশি নিহত বিএসএফের ‍গুলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর