‘পাগলা কুকুরে’র কামড়ে ৪ শিশু আহত
১৭ মার্চ ২০২২ ১৪:২৩ | আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৫:০৪
লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে একদিনে পাগলা কুকুরের কামড়ে চার শিশু আহত হয়েছে। বুধবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদিঘী তেঁতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
কুকুরের কামড়ে আহতরা হলো— উপজেলার তেঁতুলিয়া এলাকার ছয়পাল মিয়ার ছেলের আশিক মিয়া (১৪), মৃত নুরুন্নবী মিয়ার ছেলে মোকছেদুল ইসলাম (১৩), সিরাজুল ইসলামের মেয়ে কূলছুম (৩) ও নাজমুল হাসানের মেয়ে আয়শা বেগম (১৪)।
স্থানীয়রা বলছেন, কয়েকদিন ধরেই উপজেলার সুকানদিঘী তেঁতুলিয়া এলাকায় কুকুরে কামড়ানোর পরিমাণ বেড়ে গেছে। পথচারীরা প্রতিনিয়ত কুকুর কামড়ানোর আতঙ্ক নিয়ে চলাচল করছেন।
চলবলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, বিষয়টি নিয়ে খুবই মর্মাহত হয়েছি। ভুক্তভোগীদের লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। পাগলা কুকুর থেকে মানুষের নিরাপত্তার জন্য সরকারি সহযোগিতা চেয়েছেন এলাকাবাসী।
সারাবাংলা/টিআর