Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২২ ১২:০৭

মানিকগঞ্জ: জেলার ঘিওর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো.জালাল উদ্দিন (৭০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দিনের বাড়ি ঘিওরের বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী এলাকায়। তিনি বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, সকালে প্রাতঃভ্রমণে বের হয়ে হাটাহাটি করছিলেন তিনি। এসময় ব্যাটারিচালিত রিকশা ওভারটেক করার সময় তাকে ধাক্কা দিলে পড়ে গিয়ে গুরুতর আহন হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধার করে নিহতের স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএসএ

পথচারী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর