Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকাসহ ১৮ বাংলাদেশি জেলেকে নিয়ে গেছে মিয়ানমার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২২ ১০:৫৭ | আপডেট: ১৭ মার্চ ২০২২ ১১:২৪

কক্সবাজার: মাছ শিকার শেষে ফেরার পথে বঙ্গোপসাগরে টেকনাফের শাহপরীর দ্বীপের অদূরে বাংলাদেশি চারটি নৌকাসহ ১৮ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে তাদের ধরে নিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল পর্যন্ত তাদের ফেরত দেয়নি মিয়ানমার কর্তৃপক্ষ।

টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য আবদুস সালাম বলেন, সাগরে মাছ ধরা শেষে ফেরার পথে নাফ নদীর মোহনার নাইক্ষ্যংদিয়া এলাকায় কাঠবোঝাই একটি ট্রলার ডুবে যেতে দেখেন জেলেরা। তারা ট্রলারটি উদ্ধারের কাজে অংশ নেন। সেখান থেকে ফেরার সময় তাদের ধাওয়া করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। চারটি নৌকাসহ ১৮ জন জেলেকে ধরে নিয়ে যায়।

বিজ্ঞাপন

ধরে নিয়ে যাওয়া ১৮ জেলে হলেন— টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার মো. জসীম (২৫), একই এলাকার সাইফুল ইসলাম (২৩), মো. ফায়সেল (২৩), আবু তাহের (২২), মো. ইসমাইল (২০), মো. ইসহাক (২৪), আব্দুর রহমান (২৪), নুর কালাম (২৬), মো. হোসেন (২২), হাসমত (২৫), মো. আকবর (২৩), নজীম উল্লাহ (১৯), রফিক (২০), সাব্বির (২৫), মো. হেলাল (২৫), রেজাউল করিম (১৮), রমজান (১৬) ও জামাল (২১)।

ইউপি সদস্য আবদুস সালাম জানান, নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যদের কাছ তিনি এ বিষয়ে জানতে পেরেছেন। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে অবহিত করা হয়েছে।

ধরে নিয়ে যাওয়া জেলে হেলালের ভাই মো. আয়াছ বলেন, আমার ভাই হেলালসহ চারটি নৌকায় সাগরে মাছ ধরতে গিয়েছিল ১৮ জন। মাছ ধরার পর ফিরে আসার সময় ওদের সবাইকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিজিপি। আমরা সবাইকে বিষয়টি জানিয়েছি।

বিজ্ঞাপন

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, নৌকাসহ ১৮ জন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে জেলেদের কারও পরিবারের পক্ষ থেকে কেউ বিষয়টি নিয়ে আমাদের কাছে অভিযোগ করেনি। তারপরও আমরা এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিচ্ছি।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিজিবি ও কোস্ট গার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, তারাও বিষয়টি শুনেছেন। বিস্তারিত খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করছেন। ধরে নিয়ে যাওয়া জেলেদের কারও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি বলে জানান তারাও।

সারাবাংলা/টিআর

জেলেদের আটক বিজিপি মিয়ানমার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর