ইউক্রেনে ৪ রুশ জেনারেল নিহত: জেলেনস্কি
১৭ মার্চ ২০২২ ১০:০৫ | আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৩:৫২
ইউক্রেনে চলমান হামলায় রাশিয়ার আরও একজন জেনারেল নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে নিহত রুশ জেনারেলের পরিচয় প্রকাশ করেননি তিনি। এ নিয়ে চারজন রুশ জেনারেল নিহত হওয়ার দাবি করল ইউক্রেন। খবর বিবিসি।
তবে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা বলেছেন, দেশটির অতি-ডানপন্থী আজভ ব্যাটালিয়নের হাতে রুশ মেজর জেনারেল ওলেগ মিতায়েভ নিহত হয়েছেন। মারিউপোলের কাছে জেনারেল মিতায়েভকে হত্যা করা হয়েছে।
ইউক্রেনে এ নিয়ে চারজন রুশ জেনারেল নিহত হওয়ার দাবি করল। এতে করে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে, রাশিয়ার এতো উচ্চপদস্থ সামরিক কর্মকতারা কেনো এত কাছ থেকে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে।
বিশ্লেষকদের ধারণা এই অপারেশনে প্রায় ২০ জন রুশ জেনারেল নেতৃত্ব দিচ্ছেন। ইউক্রেনের দাবি যদি সঠিক হয় তাহলে চলমান হামলায় রাশিয়ার এক পঞ্চমাংশ জেনারেল নিহত হয়েছেন।
সারাবাংলা/এনএস