Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসিকে সাহসের সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান

সারাবাংলা ডেস্ক
১৬ মার্চ ২০২২ ২২:৩০ | আপডেট: ১৭ মার্চ ২০২২ ০০:৩২

নতুন নির্বাচন কমিশনকে (ইসি) সাহসিকতার সাথে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (১৬ মার্চ) সন্ধ্যায় ইসির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ নির্দেশনা দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং বাকি চার নির্বাচন কমিশনারকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ইসির ভূমিকাই মুখ্য।

দায়িত্ব পালনের সঙ্গে ক্ষমতা অঙ্গাঅঙ্গীভাবে জড়িত উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য ক্ষমতার যথাযথ প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে জাতীয় নির্বাচনসহ সব নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশাবাদ জানান রাষ্ট্রপতি।

সবার কাছে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল, নির্বাহী বিভাগসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করারও আহ্বান জানান আবদুল হামিদ।

প্রেস সচিব জানান, সাক্ষাতে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশিদা সুলতানা, মো. আলমগীর ও আনিচুর রহমান। এছাড়া ইসি সচিব মো. হুমায়ুন কবির খন্দকার ইসি প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরাও উপস্থিত ছিলেন। বাসস।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

কাজী হাবিবুল আউয়াল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি আবদুল হামিদ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সিইসি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর