Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বাসের মধ্যে যাত্রীর ধাক্কায় কন্ডাক্টর আহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২২ ২২:৫৫

ঢাকা: রাজধানীর প্রগতি সরণির শাহজাদপুরে রাইদা পরিবহনে যাত্রীর হাতে বাসের কন্ডাক্টর মারধরের শিকার হয়েছেন। বাসের ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে ওই যাত্রী ধাক্কা দেন কন্ডাক্টরকে। এসময় কন্ডাক্টর পড়ে গিয়ে মাথায় আঘাত পান।

বুধবার (১৬ মার্চ) বিকেলে প্রগতি সরণির উত্তর বাড্ডা সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। পরে কন্ডাক্টরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাইদা পরিবহনের ওই বাসটি (ঢাকা-মেট্রো-ব১৫-৪০৬৪) কমলাপুর থেকে উত্তরার পথে যাচ্ছিল। ওই যাত্রীর গন্তব্য ছিল যমুনা ফিউচার পার্ক। পথে কন্ডাক্টর বাড়তি ভাড়া দাবি করেন বলে অভিযোগ ওই যাত্রীর। অন্য যাত্রীদের কাছ থেকেও বাড়তি ভাড়া দাবি করছিলেন বলে জানান তিনি। এরই এক পর্যায়ে ওই যাত্রী উত্তেজিত হয়ে কন্ডাক্টরকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান।

ঘটনাস্থলে দেখা যায়, কন্ডাক্টরের মাথা থেকে রক্ত ঝরছে ও তাকে রিকশা করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে বাসের মধ্যে অভিযুক্ত যাত্রীকে আটক করে রাখা হয়েছে।

সারাবাংলাকে ওই যাত্রী বলেন, কমলাপুর থেকে যমুনা ফিউচার পার্ক পর্যন্ত পথের জন্য দুইটি চেকপোস্টের কথা বলে ১৫ টাকা ভাড়া দাবি করে কন্ডাক্টর। এমনিতে এই পথের ভাড়া ১০ টাকা হলেও ঝামেলা এড়াতে ১৫ টাকাই দিয়েচিলাম। বাড্ডা পার হওয়ার সময় চেকপোস্টের কথা বলে অন্যান্য যাত্রীদের কাছ থেকেও অতিরিক্ত ভাড়া দাবি করছিল কন্ডাক্টর। একে একে অনেকের সঙ্গেই তার বাকবিতণ্ডা শুরু হয়।

ওই যাত্রী বলেন, অন্যদের সঙ্গে কথা কাটাকাটির সময় আমিও বলি, আমার সঙ্গে কন্ডাক্টর ঝামেলা করেছে। এ কথা বলায় কন্ডাক্টর এগিয়ে এসে বলে, আপনার কাছ থেকে তো ভাড়া বেশি নেইনি। আপনি কথা বলছেন কেন? এভাবে এক কথা, দুই কথায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতি শুরু হয়। এসময় আমি ধাক্কা দিলে কন্ডাক্টর পড়ে যায়।

বিজ্ঞাপন

অভিযুক্ত ওই যাত্রী দাবি করেন, তাকেও মারধর করা হয়েছে। এতে তিনি গলাসহ কাঁধে আঘাত পেয়েছেন।

মো. জাকির হোসেন নামে বাসের অন্য এক যাত্রী অবশ্য দাবি করেন, ধাক্কা দেওয়ার কারণে নয়, কন্ডাক্টর পড়ে যাওয়ার পর ওই যাত্রী লাথি দিলে তার মাথা থেকে রক্ত ঝরতে শুরু করে। কিছুটা রক্ত ছিটকে গিয়ে তার পায়েও পড়ে।

ঘটনা শুনে পাশেই উত্তর বাড্ডা সিগন্যালে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সঞ্জয় শিকদার ঘটনাস্থলে পৌঁছান। এই প্রতিবেদককে তিনি বলেন, ‘বাড্ডা থানা থেকে পুলিশ আসার পর ব্যবস্থা নেবে।’ কিছুক্ষণ পর পুলিশ উপস্থিত হয়ে অভিযুক্ত যাত্রীকে থানায় নিয়ে যান।

অভিযুক্ত যাত্রীর এক বন্ধু সারাবাংলাকে জানান, পুলিশের হস্তক্ষেপে ১২ হাজার ৮০০ টাকায় ঘটনাটি মিটমাট করা হয়েছে। ফলে এ ঘটনায় কোনো মামলা হয়নি।

তিনি আরও জানান, আহত কন্ডাক্টরের মাথায় তিনটি সেলাই লেগেছে। শরীরের আর কোথাও তেমন কোনো আঘাত নেই। ক্ষতিপূরণ হিসেবে চিকিৎসা ও ওষুধের খরচসহ ওই পরিবহন শ্রমিককে সাত দিনের পারিশ্রমিক দেওয়া হয়েছে।

সারাবাংলা/আরএফ/টিআর

কন্ডাক্টর আহত যাত্রীর ধাক্কা রাইদা পরিবহন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর