Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বে পশ্চিমাদের প্রভাব শেষ হয়ে যাচ্ছে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২২ ২১:৪৭ | আপডেট: ১৭ মার্চ ২০২২ ১১:২৪

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন, তার দেশের উপর সাম্প্রতিক নিষেধাজ্ঞা প্রমাণ করে বিশ্বে পশ্চিমাদের প্রভাব শেষ হয়ে যাচ্ছে। পূর্বাভাস দিয়ে তিনি বলেন, শিগগিরই বিশ্বে পশ্চিমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব একেবারেই শেষ হয়ে যাবে। বুধবার এক সরকারি সভায় পুতিন এসব কথা বলেন। আরটির খবর।

রুশ প্রেসিডেন্ট দাবি করেন, পশ্চিমাদের কল্যাণ রাষ্ট্রের মিথ ধসে পড়ছে। অন্যদিকে, পশ্চিমাদের উচ্চাভিলাষের দায় টানতে হচ্ছে গোটা বিশ্বকে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে সামরিক হামলার নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন। ওই দিন থেকেই রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে পশ্চিমা দেশসহ ইউক্রেনের অন্যান্য মিত্ররা।

পশ্চিমা দেশগুলোর দেওয়া নিষেধাজ্ঞার কারণে বিশ্ব খাদ্যসংকট সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছেন পুতিন। এছাড়া রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ বাজেয়াপ্তকে ‘পশ্চিমাদের চুরি’ বলে আখ্যায়িত করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমাদের এমন সিদ্ধান্তে বিশ্বের অন্যান্য দেশ সতর্ক হয়ে উঠবে। তারা তাদের সম্পদ পশ্চিমা দেশগুলোতে রাখার ব্যাপারে এখন থেকে চিন্তা করবে।

পশ্চিমা অভিজাতরা তাদের দেশগুলোকে ‘মিথ্যাচারের সাম্রাজ্য’ বানিয়ে তুলেছে বলেও অভিযোগ করেন ভ্লাদিমির পুতিন।

সারাবাংলা/আইই

ভ্লাদিমির পুতিন

বিজ্ঞাপন

নারায়নগঞ্জসহ ৩ জেলায় নতুন ডিসি
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৫০

আরো

সম্পর্কিত খবর