Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন দিনের ছুটিতে নগরীতে তীব্র যানজট

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২২ ২০:৩০ | আপডেট: ১৬ মার্চ ২০২২ ২১:৪২

ঢাকা: তিন দিনের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে। এক ঘণ্টার রাস্তা অতিক্রম করতে চার ঘণ্টা সময় লাগছে বলেও অভিযোগ করেছেন কেউ কেউ। যানজটে অতীষ্ঠ কেউ কেউ গন্তব্যে ছুটছেন পায়ে হেঁটেও। বুধবার (১৬ মার্চ) বিকালে রাজধানীর পল্টন মোড়ে কথা বললে যাত্রীরা এমন তথ্য জানিয়েছেন।

হাসনাত নামের একজন যাত্রী সারাবাংলাকে বলেন, ‘আরামবাগ আধা ঘণ্টা দাঁড়িয়ে থেকে বাসে উঠেছি। আগামীকাল থেকে ছুটি। তাই রাস্তায় যানজট বেশি।’ ওই মোড়েই আরেক যাত্রী বলেন, আজকে আগারগাঁও থেকে ফার্মগেট আসতে লেগেছে দুই ঘণ্টা। ফার্মগেট থেকে পল্টন পর্যন্ত আসতে সময় লেগেছে আরও দেড় ঘণ্টা। রাস্তায় প্রচুর গাড়ি, প্রচুর যানজট।

বিজ্ঞাপন

আরেক যাত্রী সারাবাংলাকে বলেন, ১৪ নম্বর ক্যান্টনমেন্ট থেকে পল্টন আসতে চার ঘণ্টা সময় লেগেছে। অন্য দিন এই পথটুকু আসতে লাগে এক ঘণ্টা। এমন জ্যামের কারণ আগামীকাল থেকে তিন দিনের ছুটি। এই কারণেই এমন যানজট।

সারাবাংলার ফেসবুক লাইভে ধানমন্ডি থেকে আসা এক যাত্রী পল্টন মোড়ে সারাবাংলাকে জানান, এই পথটুকু আসতে তার দুই ঘণ্টা লেগেছে।

জানতে চাইলে কয়েকজন চালক জানান, আগামীকাল থেকে তিন দিনের ছুটি শুরু হওয়ায় রাস্তায় এই যানজট। সাভার পরিবহনের চালক জাকির হোসেন সারাবাংলাকে বলেন, ‘তিন দিন বন্ধ। তাই রাস্তায় এমন জ্যাম।’

অবশ্য মহাখালী বাস টার্মিনালে দিনভর চলমান সড়ক পরিবহন শ্রমিকদের নির্বাচনকেও কেউ কেউ যানজটের কারণ বলে মনে করছেন। গাজীপুর পরিবহনের স্বপন মিয়া সারাবাংলাকে বলেন, ‘মহাখালী বাস টার্মিনালে আজ নির্বাচন। তাই এই পথে এত যানজট।’

বিজ্ঞাপন

পল্টন মোড়ে কথা হয় ট্রাফিক পুলিশ সদস্য এএসআই মো. মাসুকের সঙ্গে। তিনি সারাবাংলাকে বলেন, ‘কাল থেকে তিন দিনের ছুটি। সবাই গ্রামের বাড়ি যাচ্ছে। এ কারণেই রাস্তায় এই যানজট তৈরি হয়েছে।’

তবে এই যানজট বিকাল থেকে শুরু হয়, এমনটি নয়। গত কয়েকদিন ধরেই দীর্ঘ যানজটে নাকাল নগরবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে বেশ আলোচনা চলছে। নগরবাসী বলছেন, করোনা মহামারির পর স্কুল-কলেজ সব খুলে যাওয়ায় নগরী আবারও তার পুরোনো রুপে ফিরেছে। স্থবিরতা ভেঙে সর্বক্ষেত্রে সচল হয়ে উঠা নগরীতে তাই এখন সেই পুরোনো যানজটের নতুন তেজ।

সারাবাংলা/ইএইচটি/এসএসএ

টপ নিউজ তীব্র যানজট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর