দ্রব্যমূল্য বেড়েছে, এটা কোনো বড় কথা নয়: নৌপরিবহন প্রতিমন্ত্রী
১৬ মার্চ ২০২২ ২০:০০
মোংলা: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ চৌধুরী বলেছেন, দ্রব্যমূল্য বেড়েছে, এটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে দেশে আজ সুশৃঙ্খল আবস্থা বিরাজ করছে। মঙ্গলবার (১৬ মার্চ) বেলা ৪টায় মোংলায় ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ‘ভিটিএমআইএস’ প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা আজ অহঙ্কার করে বলতে পারি, করোনা মহামারি সংক্রমণ রোধে ভ্যাকসিন প্রদানে বিশ্বের ৩০টি দেশের মধ্যে আমরাও আছি। জিয়া, এরশাদ, খালেদা দেশের টাকা দিয়ে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে কাজ করেছেন, কিন্তু পারেনি। তার কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে দেখিয়ে দিয়েছেন দেশ কিভাবে চালাতে হয় এবং উন্নয়ন করতে হয়।
মোংলা বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, নিরাপদ ও নির্বিঘ্নে জাহাজ চলাচলের জন্য ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ‘ভিটিএমআইএস’ শিরোনামে প্রকল্প গ্রহণ করি ও বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পটির কাজ ২০২১ সালের ৩০ ডিসেম্বর শতভাগ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ভিটিএমআইএস চালু আছে। মোংলা বন্দরকে আধুনিকায়ন, বন্দর সীমানায় আগত সমুদ্রগামী জাহাজসমূহ মনিটরিং করাসহ দক্ষতার সঙ্গে হ্যান্ডলিং করার মাধ্যমে প্রদত্ত সেবার মান উন্নীত করা, বন্দরে আগমন ও নির্গমনকারী সকল জাহাজের নিরাপত্তা নিশ্চিতকরণ, চ্যানেলের নিরাপত্তা পর্যবেক্ষণ, দুর্ঘটনাকবলিত পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহায়তা এবং দুর্ঘটনা পরবর্তীতে তদন্তকরণ ও তদানুযায়ী ব্যবস্থা গ্রহণসহ জাহাজ সমূহের গতিবিধি মনিটরিং করার লক্ষ্যে ইলা মিউ কনভেনশনের আলোকে স্ট্যান্ড্যার্ড ভলটেজ ১২৮ অনুযায়ী ইন্টারন্যাশনাল পোর্ট সিকিউরিটি কোড ইমপ্লেমেন্ট করা হচ্ছে।
সারাবাংলা/এসএসএ