Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন দুটি বাস পেল ঢাবি

ঢাবি করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২২ ১৯:০৯

মুজিববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য উপহারস্বরূপ একটি করে বাস হস্তান্তর করেছে সিটি ব্যাংক ও ইফাদ গ্রুপ।

বুধবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে সিটি ব্যাংক ও ইফাদ গ্রুপের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের হাতে বাস দুটির চাবি তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় দুটি বাস উপহার পেল। এর মাধ্যমে অন্যান্য প্রতিষ্ঠানগুলো এ ধরনের কাজে এগিয়ে আসতে অনুপ্রেরণা পাবে।

তিনি বলেন, সিটি ব্যাংক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অবদান রাখছে। ইফাদ গ্রুপ এবার প্রথম হলেও দেশের বিভিন্ন জায়গায় তাদের অনেক উন্নয়নমূলক কাজ আছে। আমরা তাদের সহযোগিতার প্রত্যাশা রাখি। বিশ্ববিদ্যালয়ের আয়োজনগুলো অনেক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণভাবে করতে হয় বলে কাজগুলো ‌অনেক ব্যয়বহুল হয়ে থাকে। এই আয়োজনগুলো প্রশাসনের একার পক্ষে করা কঠিন হয়ে পড়ে। তাই সকলের সহযোগিতা প্রয়োজন হয়।
‌‌
অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন,  এটি মোটেও বড় কিছু না। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে মোট ১২টি বাস দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে দেশের বিভিন্ন খাতে অতুলনীয় অবদান রাখে। তারা একসময় দেশের কাণ্ডারি হয়ে ওঠে, দেশের উন্নয়নে সেবা প্রদান করে। এটিই আমাদের মূল প্রাপ্তি।

সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। আমার জানা মতে ১৩ জন রাষ্ট্রপতি ও ৭ জন প্রধানমন্ত্রী এই বিশ্ববিদ্যালয় থেকেই হয়েছেন। এখান থেকেই বাংলাদেশের রাজনীতিতে পরিপূর্ণতা এসেছে। আজ আমরা শিক্ষার্থীদের জন্য একটি বাস উপহার দিচ্ছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গনের সঙ্গে নিজেদের জড়িত রেখেছি এবং ভবিষ্যতেও জড়িত রাখব বলে আশা করছি।

বিজ্ঞাপন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, এসময়ে এসে আমাদের অনেক বন্ধু দরকার, অনেক নেটওয়ার্ক দরকার। দেশের উন্নয়নে সরকার যে বড় বড় উদ্যোগ নিচ্ছে, সরকারের একার বাজেটে কাজগুলো করা অসম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের উন্নয়নে মানবসম্পদ তৈরি করে যে সহযোগিতা করে যাচ্ছে তা অতুলনীয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্টরা বলতে পারবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো প্রশাসনের একার পক্ষে মেটানো কত কঠিন। তাই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ‌অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দীন আহমেদসহ অনেকে।

সারাবাংলা/আরআইআর/এসএসএ

বাস

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর