Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শহরবাসীকে সুপেয় পানি দিতে পেরে রাঙ্গুনিয়াবাসী খুশি’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২২ ১৮:১৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরে নির্মিত চট্টগ্রাম ওয়াসার ‘শেখ হাসিনা পানি শোধনাগার-২’ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শোধনাগারের উদ্বোধন করেন।

বুধবার (১৬ মার্চ) সকালে নগরীর হোটেল রেডিসনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সাংসদ এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় তিনি বলেন, ‘চট্টগ্রাম শহরবাসীকে সুপেয় পানি দিতে পেরে রাঙ্গুনিয়ার মানুষ খুশি।’

বিজ্ঞাপন

দৈনিক ১৪ কোটি ৩০ লাখ লিটার উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই শোধনাগার নির্মাণ প্রকল্প ২০১৩ সালের ১৩ আগস্ট একনেকে অনুমোদন পায়। মোট চার হাজার ৪৮৯ কোটি টাকা ব্যয়ের মধ্যে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) দিয়েছে ২ হাজার ৮০০ কোটি ৯২ লাখ টাকা এবং বাংলাদেশ সরকারের খরচ হয়েছে ১ হাজার ৬৬৫ কোটি ১৬ লাখ টাকা। এছাড়া চট্টগ্রাম ওয়াসা ২৩ কোটি ৭ লাখ টাকা এ খাতে ব্যয় করেছে।

২০২১ সালের মার্চ থেকে এই শোধনাগারে দৈনিক আট থেকে নয় কোটি লিটার পানি উৎপান শুরু হয়। এখন পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হয়েছে। ওয়াসা বলছে, চট্টগ্রাম নগরীতে এখন আবাসিক ও বাণিজ্যিক খাতে পানির চাহিদা ৩৬ কোটি থেকে ৪০ কোটি লিটার। ২০৩০ সাল নাগাদ সেটা ৫০ কোটি লিটারে পৌঁছাবে। চট্টগ্রাম ওয়াসার মোট চার প্রকল্প এবং ৩২টি গভীর নলকূপ মিলিয়ে উৎপাদন সক্ষমতা দাঁড়িয়েছে ৫০ কোটি লিটারে। সেই হিসেবে ওয়াসা এখন পানির চাহিদা মেটাতে স্বয়ংসম্পূর্ণ বলছেন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘শেখ হাসিনার সরকার চট্টগ্রামের উন্নয়নের ওপর শুরু থেকেই গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছিলেন- চট্টগ্রামের উন্নয়ন তিনি নিজের হাতে তুলে নিয়েছেন। ফলে চট্টগ্রামে অনেকগুলো মেগাপ্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আমার নির্বাচনি এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে সুপেয় পানি চট্টগ্রাম শহরে সরবরাহ করা হচ্ছে। চট্টগ্রাম শহরবাসীকে সুপেয় পানি দিতে পেরে রাঙ্গুনিয়াবাসী অত্যন্ত খুশি। চট্টগ্রাম শহরবাসী যাতে সুপেয় পানি পায়, সেজন্য আমার নির্বাাচনি এলাকার জনসাধারণ এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনেক সহযোগিতা করেছে।’

বিজ্ঞাপন

একই অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনাগার পানি শোধনাগার থেকে শুধু চট্টগ্রাম মহানগরী নয়, পটিয়া, বোয়ালখালী, আনোয়ারায়ও সুপেয় পানি সরবরাহ করা হবে।’

এতে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এবং চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের সময়সীমা বাড়ানোর আবেদন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া ১৫ আগস্টের হত্যাকাণ্ডকে উপহাস করার জন্য, হত্যাকারীদের উৎসাহ দেওয়ার জন্য নিজের জন্মতারিখ বদলে ১৫ আগস্ট কেক কাটেন। খালেদা জিয়া ও তার স্বামী জিয়াউর রহমান ১৫ আগস্টের হত্যাকারীদের পুনর্বাসিত করেছেন। খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত। খালেদা জিয়ার দুয়ারে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২০ মিনিট দাঁড়িয়েছিলেন- দুয়ার খোলেননি। সেই খালেদা জিয়ার জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন, বিএনপি এবং বেগম খালেদা জিয়া আশা করি ভবিষ্যতে সেটি মনে রাখবে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

ড. হাছান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর