Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২২ ১৮:০২ | আপডেট: ১৬ মার্চ ২০২২ ২০:০৬

ফাইল ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: সরকারের পায়ের নিচের মাটি ‘পুরোপুরি’ সরে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৬ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক মৎস্যবিষয়ক সম্পাদক আমান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য উজ্জল হোসেন, ইউনুস হোসেন এবং ক্ষেতলাল পৌরসভাধীন ওয়ার্ড বিএনপির সদস্য আফজাল হোসেনকে সাজা প্রদানের ঘটনায় নিন্দা জানিয়ে এ বিবৃতি দেন মির্জা ফখরুল।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বর্তমান আওয়ামী সরকারের পায়ের নিচের মাটি পুরোপুরি সরে গেছে বলেই তারা বিএনপি নেতাকর্মীদের সাজা প্রদান অব্যাহত রেখেছে। অসত্য ও বানোয়াট মামলায় জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক মৎস্যবিষয়ক সম্পাদক আমান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য উজ্জল হোসেন, ইউনুস হোসেন এবং ক্ষেতলাল পৌরসভাধীন ওয়ার্ড বিএনপির সদস্য আফজাল হোসেনকে আট মাস করে সাজা প্রদানের ঘটনা সেটিরই ধারাবাহিকতা।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশে এখন চলছে এক ব্যক্তির স্বেচ্ছাচারী শাসন। রাষ্ট্র পরিচালনায় সর্বক্ষেত্রে নজিরবিহীন ব্যর্থতা আড়াল করতে প্রতিদিনই বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। সার্বিক অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আমরা এখন এক মগের মুল্লুকে বাস করছি, যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা নেই, সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকারগুলো সরকারের পায়ের নিচে পিষ্ট হচ্ছে প্রতিনিয়ত।’

তিনি বলেন, ‘বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের যখন নাভিশ্বাস অবস্থা তখন সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে। জনদাবির প্রতি তোয়াক্কা না করে সরকার এখন নিজেদের অস্তিত্বের প্রশ্নে বিরোধীদল দমনে উঠে পড়ে লেগেছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর