Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩টি সুপারশপে ‘নগদ’ পেমেন্টে ১০ শতাংশ তাৎক্ষণিক ক্যাশব্যাক

সারাবাংলা ডেস্ক
১৬ মার্চ ২০২২ ১৭:৫০

সপ্তাহিক ছুটির দিনে কেনাকাটায় গ্রাহকদের একটু বেশি লাভ দিতে ‘উইকেন্ড অফার’ নিয়ে এসেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। এই অফারের আওতায় এখন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার নির্দিষ্ট সুপারশপ থেকে কেনাকাটা করে ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্টে করলে গ্রাহকেরা পাবেন সর্বোচ্চ ১০ শতাংশ বা ১০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক।

নগদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ মাসের ১০ মার্চ থেকে শুরু হওয়া ‘নগদ’-এর এই উইকেন্ড অফারটি চলবে আগামী ২ এপ্রিল পর্যন্ত। এই অফারের আওতায় যেসব সুপারশপ রয়েছে সেগুলো হলো— স্বপ্ন, ইউনিমার্ট, মীনা বাজার, আগোরা, আমান বিগ বাজার, প্রিন্স বাজার, ডেইলি শপিং, বিগ বাজার সুপার শপ, মেহেদী মার্ট, সানি মার্ট, দ্য বাস্কেট লিমিটেড, খুলশী মার্ট এবং শপিং ব্যাগ সুপার শপ। এসব শপে কেনাকাটায় গ্রাহকরা সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন

অফারের আওতায় এসব মার্চেন্ট থেকে সপ্তাহের শেষে কমপক্ষে এক হাজার টাকা কেনাকাটা করে ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলেই গ্রাহকেরা পাবেন তাৎক্ষণিক এই ক্যাশব্যাক। এছাড়া সব শর্ত পূরণ করে পুরো অফারটি চলাকালে প্রতি মার্চেন্ট থেকে সর্বোচ্চ এক বার এই ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।

গ্রাহকেরা নির্দিষ্ট মার্চেন্ট থেকে কেনাকাটা শেষে ‘নগদ’ অ্যাপ অথবা *167# (ইউএসএসডি) ডায়ালের মাধ্যমে বিল পরিশোধ করলে এই ক্যাশব্যাকটি উপভোগ করতে পারবেন। অফারটি উপভোগ করতে গ্রাহকদের ‘নগদ’ অ্যাকাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে।

ক্যাম্পেইন বিষয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের দৈনিক কেনাকাটায় হিমশিম খেতে হচ্ছে। আমরা বরাবরের মতো চেষ্টা করছি মানুষকে একটু বাড়তি সুবিধা দিতে, যার কারণে বর্তমানে এই উইকেন্ড অফারটি চলছে।

বিজ্ঞাপন

ক্যাম্পেইনটি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে ‘নগদ’-এর ভেরিফায়েড ফেসবুক পেজ এবং https://nagad.com.bd ওয়েবসাইটে।

সারাবাংলা/টিআর

উইকেন্ড অফার ক্যাশব্যাক অফার নগদ পেমেন্ট সুপারশপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর