খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ছে
১৬ মার্চ ২০২২ ১৬:৫৯ | আপডেট: ১৬ মার্চ ২০২২ ১৮:৪৬
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আবারও ছয় মাস বাড়ছে। আইন মন্ত্রণালয় থেকে বুধবার (১৬ মার্চ) এ সংক্রান্ত মতামত পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
বুধবার (১৬ মার্চ) বিকেলে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সারাবাংলাকে বলেন, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর পক্ষে মতামত দেওয়া হয়েছে।
আইনমন্ত্রী বলেন, এরই মধ্যে মতামতটি আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে, খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য তার ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। পাশাপাশি আবেদনে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর অনুমতিও চাওয়া হয়। পরে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেখান থেকে বিকেলে খালেদা জিয়ার সাজার মেয়াদ ছয় মাস বাড়ানোর সুপারিশ করে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়।
এর আগে, ২০২০ সালের ২৫ মার্চ দুই শর্তে সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়। এরপর ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১-এ সাজা স্থগিত দেখিয়ে এখন পর্যন্ত চার দফায় তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।
সবশেষ গত বছরের সেপ্টেম্বরে ছয় মাসের জন্য তার সাজা স্থগিত করা হয়। সেই মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী ২৪ মার্চ। আইন মন্ত্রণালয়ের মতামতের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিলে পঞ্চম দফায় আগামী সেপ্টেম্বর পর্যন্ত খালেদা জিয়ার সাজা স্থগিত থাকবে।
সারাবাংলা/জিএস/টিআর
আইন মন্ত্রণালয় খালেদা জিয়া টপ নিউজ সাজা স্থগিত সাজা স্থগিতের মেয়াদ