‘আ. লীগের অধীনে নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না’
১৬ মার্চ ২০২২ ১৫:৩৯ | আপডেট: ১৬ মার্চ ২০২২ ১৭:৩৭
মানিকগঞ্জ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। নির্বাচন সুষ্ঠু করতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে।
বুধবার (১৬ মার্চ) দুপুরে ঘিওর উপজেলার পাঁচুরিয়া এলাকায় বিএনপির প্রয়াত সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যুবাষির্কী উপলক্ষে কবর জিয়রত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এই আওয়ামী লীগের অধীনে নতুন ইলেকশন কমিশন নির্বাচন সুষ্ঠু করতে পারবে না। তাই আমাদের দাবি নির্বাচনকালীন সময়ে অবশ্যই তারা পদত্যাগ করে, একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে জবাবদিহিমূলক পার্লামেন্ট গঠন করতে হবে।
উল্লেখ্য, খোন্দকার দেলোয়ার হোসেন ২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলদপুর) আসনের সংসদ সদস্য ও সংসদীয় দলের চিফ হুইপ এবং ২০০৭ সাল থেকে আমৃত্যু বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করেন।
সারাবাংলা/এএম