রাজনীতিবিদদের মধ্যে লেখার প্রবণতা ভালো গুণ: হাছান মাহমুদ
১৬ মার্চ ২০২২ ১৪:৪২ | আপডেট: ১৬ মার্চ ২০২২ ১৬:৫৭
রাজনৈতিক বিশ্লেষক রাশেক রহমানের ‘প্রণয়ের রাজনীতি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, রাজনীতিবিদদের মধ্যে লেখার প্রবণতা একটি ভালো গুণ। এটি বঙ্গবন্ধুও নিয়মিত চর্চা করতেন। এজন্যই আমরা ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’ এর মতো অসাধারণ ও ইতিহাসের বাকবদলের বইসমূহ পেয়েছি।
অমর একুশে বইমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে বইটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হাছান মাহমুদ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞানের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূইয়া এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।
তথ্যমন্ত্রী বলেন, আমরা যারা রাজনীতি করি, আমাদের পাঠাভ্যাস ও লেখার অভ্যাস গড়ে তোলা উচিত। রাশেকের প্রতি শুভকামনা রইল যেন, তিনি এই লেখার অভ্যাস ও প্রকাশনা রীতি বজায় রাখেন।
সারাবাংলা/এএম