Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২২ ১৪:৪৭

ছবি; সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ মহাসড়কের মোটরসাইকেলের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বুধবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম সুমন (৩৫) ও একই ইউনিয়নের নামো কয়লার দিয়াড় গ্রামের আবু বাক্কারের ছেলে ট্রলি চালক মমিন (১৯)।

স্থানীয়রা জানায়, বুধবার বেলা ১১টার দিকে খড়কপুর এলাকায় একটি ট্রলির সঙ্গে মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি জোবায়ের চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/এনএস

চাঁপাইনবাবগঞ্জ টপ নিউজ ট্রলি-মোটরসাইকেল নিহত ২

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর