আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২২ ১২:৫০ | আপডেট: ১৬ মার্চ ২০২২ ১৪:২৪
১৬ মার্চ ২০২২ ১২:৫০ | আপডেট: ১৬ মার্চ ২০২২ ১৪:২৪
উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বুধবার (১৬ মার্চ) এই পরীক্ষা চালায় দেশটি। তবে উৎক্ষেপণের পর তা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। খবর এনডিটিভি।
চলতি বছরে এটি উত্তর কোরিয়ার দশম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বলে সন্দেহ করা হচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, এটি সম্ভবত পিয়ংইয়ংয়ের তথাকথিত একটি ‘দানব ক্ষেপণাস্ত্র’র পরীক্ষা।
মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, পরমাণু অস্ত্রধারী দেশটি ২০১৭ সালের পর প্রথমবারের মতো পূর্ণ পরিসরে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণ করার প্রস্তুতি নিচ্ছে।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও পিয়ংইয়ং গত জানুয়ারিতে ৭টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে একটি ‘পর্যবেক্ষণ স্যাটেলাইট’ বলে দাবি করেছে দেশটি।
সারাবাংলা/এনএস