মোরেলগঞ্জে ডিজিটাল আইনের মামলায় আইনজীবী গ্রেফতার
১৬ মার্চ ২০২২ ১০:২৯
বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় গোলাম কিবরিয়া তারিক তালুকদার নামে এক আইনজিবীকে গ্রেফতার করেছে পুলিশ।
মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাসের দায়েরকৃত মামলায় মঙ্গলবার (১৫ মার্চ) রাতে পৌর শহর থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তারিক তালুকদার ওই কলেজের প্রতিষ্ঠাতা মরহুম ডা. আ. খালেক তালুকদারের ছেলে এবং মোরেলগঞ্জ পৌর সদরের বাসিন্দা।
অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস জানান, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া তারিক সোশ্যাল মিডিয়ায় আমি, আমার পরিবার ও কলেজের শিক্ষক-কর্মচারীদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ লাগাতার স্ট্যাটাস দিয়ে আসছে। এতে করে শিক্ষক ও তাদের পরিবারসহ কলেজের সুনাম ক্ষুন্ণ করে আসছে। এ জন্য আমি গত ১৫ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করি।
থানার সেকেন্ড অফিসার এসআই শুভঙ্কর রায় জানান, কলেজ অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস বাদী হয়ে গোলাম কিবরিয়া তারিককে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
সারাবাংলা/এএম