Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন প্যাকেজে যোগ হবে পুরনো প্যাকেজের অব্যবহৃত ডাটা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২২ ২১:৫৭ | আপডেট: ১৬ মার্চ ২০২২ ০০:৩০

ঢাকা: মোবাইল ইন্টারনেটের পুরনো প্যাকেজের অব্যবহৃত ডাটা থাকলে নতুন কোনো প্যাকেজ কেনার পর সেই ডাটা যোগ হয়ে যাবে। গ্রাহক স্বার্থ বিবেচনায় নিয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র নতুন একটি নির্দেশিকায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার মোবাইল অপারেটরগুলোর কাছে আহ্বান জানিয়েছে, মোবাইল ইন্টারনেট প্যাকেজে যেন ডাটার কোনো মেয়াদ রাখা না হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ মার্চ) মোবাইল ফোন অপারেটরের ডাটা ও ডাটা সংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজের নতুন এই নির্দেশিকার উদ্বোধন করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ডিজিটাল সংযুক্তির মাধ্যমে এক মহাসড়ক তৈরি করা হচ্ছে যেন বাংলাদেশ পঞ্চম শিল্প বিপ্লবের নেতৃত্ব দিতে পারে। আগামীতে ফোরজি ও ফাইভজি সেবা পাশাপাশি চলবে। সারাদেশে ফোরজি নেটওয়ার্ক শক্তিশালী করতে জোর দিতে হবে।

ডাটা প্যাকেজের মেয়াদ আনলিমিটেড রাখতে অপারেটরের প্রতি আহ্বান জানান মোস্তাফা জব্বার। এছাড়া কল ড্রপ ও কোয়ালিটি অব সার্ভিস নিশ্চিতের পাশাপাশি অপারেটরদেরকে ওয়েবসাইটে ইংরেজির পাশাপাশি বাংলা ভার্সন রাখতেও তিনি পরামর্শ দেন।

মোবাইল অপারেটরগুলোর শীর্ষ নির্বাহীদের ‍উদ্দেশে মন্ত্রী বলেন, আগামী দিনে ভয়েস কল বলে কিছু থাকবে না। সবকিছু হয়ে যাবে ডাটানির্ভর। ভয়েস কল থাকলেও সেটিও ডাটানির্ভর হবে। তাই ডাটানির্ভর সার্ভিসের দিকে নজর দিতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিটিআরসির ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র। পরে বিটিআরসি’র মহাপরিচালক (সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ নতুন প্যাকেজ নির্দেশিকার বিভিন্ন তথ্য তুলে ধরেন।

এসময় জানানো হয়, প্রতিটি অপারেটর সব মিলিয়ে ৯৫টি প্যাকেজ চালু করতে পারবে। সব প্যাকেজের সময়সীমা হবে ৩, ৭, ১৫ ও ২০ দিন। আগে চার অপারেটর মিলে মোট প্যাকেজ সংখ্যা ছিল ৬২৯টি। বর্তমানে চার অপারেটর মিলে মোট প্যাকেজ সংখ্যা ৩১২টি।

নতুন নির্দেশিকা অনুযায়ী, ডাটা ক্যারি ফরওয়ার্ডের ক্ষেত্রে কোনো গ্রাহক যদি তিন দিন মেয়াদে ৪ জিবি ডাটা প্যাক কেনেন এবং তৃতীয় দিনে যদি তার ২ বা ১ জিবি ডাটা অব্যবহৃত থাকে, তাহলে তৃতীয় দিনের মধ্যে গ্রাহক ৪ জিবি ৩০ দিন মেয়াদে একই প্যাক কিনলে তার অব্যহৃত ডাটা নতুন প্যাকের সঙ্গে যোগ হবে। তিন দিন প্যাকের অব্যবহৃত ডাটা পরবর্তী ৩০ দিনের মধ্যে ব্যবহার করার সুযোগ পাবেন। এছাড়া একজন গ্রাহক একই পরিমাণ ডাটা ক্রয় করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিভিন্ন মেয়াদে ডাটা প্যাক কিনলেও তা ক্যারি ফরওয়ার্ড করার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

নির্দেশিকায় বলা হয়েছে, যেকোনো অপারেটর একজন গ্রাহককে দিনে সর্বোচ্চ চারটি কমার্শিয়াল প্যাকেজের এসএমএস পাঠাতে পারবে এবং গ্রাহককে অবশ্যই প্রতি মাসের খরচ হিসাব সম্বলিত বাংলা এসএমএস প্রতিমাসের ১৫ তারিখের মধ্যে দিতে হবে। ১৭ মার্চ টেলিটক একটি আনলিমিটেড ডাটা প্যাকেজ চালু করবে বলেও জানানো হয়।

সভাপতির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, বিটিআরসি ডাটার ফ্লোর প্রাইস (দাম বেঁধে দেওয়া) র্নিধারণের উদ্যোগ নেবে। কলড্রপ নিয়ে জনমনে তীব্র অসন্তুষ্টি আছে। তাই অপারেটরদের ফাইবার অপটিক ও তরঙ্গের ব্যবহার বাড়াতে হবে।

সারাবাংলা/ইএইচটি/টিআর

টপ নিউজ বিটিআরসি মোবাইল ইন্টারনেট প্যাকেজ মোবাইল ডাটা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর