Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চারঘাটে মাদক কারবারিদের দ্বন্দ্বে শাহবাজ খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট
১৫ মার্চ ২০২২ ২১:৪১

রাজশাহী: জেলার চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামে দুই মাদক কারবারি গ্রুপের সংঘর্ষে শাহবাজ আলী (৫০) নামে এক জনের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আব্দুল জাব্বারের ছেলে।

মঙ্গলবার (১৫ মার্চ) রাত ৮টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য সাহাবুর আলী এবং কালাম আলীর নিয়ন্ত্রণে থাকা দুই মাদক কারবারি গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। তার জেরে মঙ্গলবার সকাল থেকেই কয়েক দফা সংঘর্ষে জড়ায় দুই পক্ষ, এমন তথ্য নিশ্চিত করেছে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, সন্ধ্যা থেকে শাহবাজ আলীসহ সাহাবুর গ্রুপের আরও কয়েক জন স্থানীয় আক্কাসের মোড়ে অবস্থান করছিলেন। এমন সময় মোটরসাইকেলে হেলমেট পরিহিত প্রায় ২০ জনের একটি দল ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। অন্যরা পালিয়ে গেলেও শাহবাজ আলীকে প্রকাশ্যে কোপানো হয়। তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, দুই গ্রুপের দ্বন্দ্বে এক জন খুন হয়েছেন। কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

সারাবাংলা/একেএম

খুন গ্রুপিং মাদক কারবারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর