ময়মনসিংহে গর্তে ডুবে ২ বোনের মৃত্যু
১৫ মার্চ ২০২২ ২১:০৬ | আপডেট: ১৫ মার্চ ২০২২ ২১:১২
ময়মনসিংহ: জেলার তারাকান্দা উপজেলায় টিউবয়েলে ব্যবহৃত ময়লা পানি জমানোর গর্তে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে উপজেলার কাকনী ইউনিয়নের দুগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই বোন দুগাছি গ্রামের খাদেমুল হকের মেয়ে রৌজা মনি (২) ও রুবেল মিয়ার মেয়ে সানজিদা আক্তার রাইসা (৩)। সম্পর্কে তারা চাচাতো বোন। তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, আজ মঙ্গলবার সকালে দুগাছি গ্রামে ওই দুই চাচাতো বোন খেলতে যায়। সবার অগোচরে বাড়ির পাশে টিউবয়েলের ব্যবহৃত ময়লা পানি জমানোর জন্য করা গর্তে পড়ে যায় শিশু দু’টি। পরে পরিবারের লোকজন খোঁজাখুজির পর না পেলে এক পর্যায়ে দু’জনের লাশ পানিতে ভেসে থাকতে দেখে। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে দুই পরিবারে চলছে শোকের মাতম।
এ ব্যাপারে ওসি আবুল খায়ের জানান, এ ঘটনায় থানায় অপমত্যু মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকেই কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এনএস