Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেগমগঞ্জে বাসের চাপায় পথচারীরর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২২ ১৭:২১ | আপডেট: ১৫ মার্চ ২০২২ ২০:৩৯

প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী এক বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এসময় স্থানীয়রা বেশ কিছুক্ষণ সড়ক অবরোধ করেন রাখেন। পথচারীকে ধাক্কা দেওয়া বাসটি আটকানো না গেলেও বিক্ষুব্ধ এলাকাবাসী ওই কোম্পানিরই আরেকটি বাস আটকে রাখেন।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে বেগমগঞ্জ উপজেলার কনট্রাকটরের মসজিদ সংলগ্ন জয়নাল আবেদিন মেমোরিয়াল স্কুল সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জড়িত বাসটি হিমাচল এক্সপ্রেস কোম্পানির।

বিজ্ঞাপন

নিহত ছাদিয়া (৫০) উপজেলার কাদিরপুর ইউনিয়নের বাসিন্দা। গৃহকর্মী হিসেবে কয়েকটি বাড়িতে তিনি কাজ করতেন। স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরেও তিনি এক জনের বাসায় কাজ করে ফিরছিলেন। স্কুলটির সামনের সড়ক অতিক্রম করার সময় ঢাকা থেকে নোয়াখালীগামী হিমাচল এক্সপ্রেসের বাসটি তাকে চাপা দেয়।

বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইসহাক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার জন্য দায়ী চালককে আটক করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

সারাবাংলা/টিআর

পথচারীর মৃত্যু বাসচাপা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর