Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২২ ২০:৩৫ | আপডেট: ১৫ মার্চ ২০২২ ২০:৩৮

কাওসার হামিদ, ছবি: সারাবাংলা

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে হাফেজিয়া মাদরাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মাদরাসা শিক্ষকের নাম কাওসার হামিদ।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ। আটক কাওসার হামিদ বগুড়া জেলার কাহালু উপজেলার মাগুড়া গ্রামের আজাহার আলীর ছেলে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে ওসি ইজার উদ্দীন জানান, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীকে গত ৮ মার্চ গভীর রাতে নিজ শয়ন কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করে শিক্ষক কাওসার হামিদ। পরদিন ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি মোবাইল ফোনে তার পরিবারকে জানালে এলাকায় বেশ উত্তেজনা দেখা দেয়। পরদিন ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে।

সেই অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুরে মাদরাসা শিক্ষক কাওসার হামিদকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি ইজার উদ্দীন।

সারাবাংলা/এনএস

মাদরাসা শিক্ষক গ্রেফতার শিক্ষার্থীকে বলাৎকার

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর